শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চন্দনাইশে বন্য হাতির আক্রমণে একজন নিহত 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে বন্য হাতির আক্রমণে একজন নিহত 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শেবন্দী গ্রামে বন্য হাতির হঠাৎ আক্রমণে একজন মারা গেছে। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

আহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, গুরুতর আহত শেবন্দী এলাকার মো. সালাউদ্দিন ভোরে বাড়ির বাইরে গ্রামের রাস্তায় হাটতে বের হলে হঠাৎ দুটি বড় হাতির সম্মুখে পরে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। হাতি তার একটি পা ভেঙে থেতলে দেয়। 

আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সালাউদ্দিন এখন সেখানে চিকিৎসাধীন রয়েছে। এরপর হাতির দল বাইনজুরী এলাকার বাসিন্দা জাগির হোসেন সওদাগরকে নির্মমভাবে পিষ্ট করে মেরে ফেলেছে। নিহত জাগির তার শস্য খেতে কাজ করার সময় পেছন থেকে হাতির দল নিঃশব্দে এসে আক্রমণ করে। 

যার কারণে তিনি পালাতে পারেন নি। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে। হাতির দল সকালে চানখাঁলী নদী পার হয়ে আনোয়ারা এলাকায় বিচরণ করছে। 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকরী উদ্যোগ আশা করে সংশ্লিষ্ট এলাকাবাসী। বন্য হাতির লোকালয়ে আসার কারণ নিরুপনে সরকারি উদ্যোগও জরুরি বলে জনসাধারণ মনে করছে। কারণ যাই হউক হাতিসহ বন্যপ্রাণির অবাধ বিচরণস্থল নিশ্চিত করতে যথাযথ পরিকল্পনা হাতে নেয়া অতীব জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনা চলতেই থাকবে।

টিএইচ